মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:২৯
ব্রেকিং নিউজ

ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা

ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ম্যাভলুত চাভাসুগ্লু ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো মারসাদি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি। খবরে বলা হয়, শুক্রবার ওই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা হয়।
ইসরাইল ধারাবাহিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ করে যাচ্ছে। এখন পর্যন্ত ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত অন্তত ৯০০ মানুষ আহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে  ইসরাইল।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK