বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:১৮
ব্রেকিং নিউজ

দেশে টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে : আইইডিসিআর

দেশে টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে  :  আইইডিসিআর

উত্তরণ বার্তা প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে; করোনা আক্রান্ত ব্যক্তিদের শরীরে এই অ্যান্টিবডি যেমন তৈরি হয়েছে, তেমনি হয়েছে আক্রান্ত হননি এমন ব্যক্তিদেরও। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইইডিসিআর বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা গ্রহণকারীদর টিকা নেয়ার এক মাসের মধ্যে ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন টিকাগ্রহীতাদের শরীরে চার গুণ অ্যান্টিবডি তৈরি হয়েছে।
দেশে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি  শুরু হয় গণটিকাদান কর্মসূচি।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK