শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:৩১

রাজবিবি মসজিদ

রাজবিবি মসজিদ

উত্তরণ বার্তা প্রতিবেদক : সুবিশাল গম্বুজ, উঁচু মিনার বাংলার প্রাচীন মুসলিম সভ্যতার নিদর্শন রাজবিবি মসজিদ। এটি চাঁপাইনবাবগঞ্জে। এটি নির্মাণ করেছিলেন সুলতান ইউসুফ শাহ ১৪২৭ সালে। এখানে রয়েছে সাতটি সুদৃশ্য গমনপথ। তবে দুঃখের বিষয় হলো মসজিদের বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গিয়েছে। নামাজ ঘরের ভেতরকার পশ্চিম দিকে নয়টি মেহরাব রয়েছে। এখানে মেহরাবগুলো খুব চমৎকার টেরাকোটা শিল্পের নিদর্শন উল্লেখ করে।

খনিয়াদিঘি মসজিদটি রাজশাহীতে অবস্থিত। এখানে রয়েছে একটি বড় গম্বুজ এবং তিনটি ছোট ছোট উঁবু হওয়া গম্বুজ। মসজিদের দেয়ালের উপরভাগ সম্পূর্ণ ছেয়ে আছে টেরাকোটা নকশা দিয়ে এবং রয়েছে পাথরের ওপর খোদাইকৃত বিভিন্ন নকশা। পশ্চিম দিকে রয়েছে কালো পাথরের ওপর নকশা করা মেহরাব। ধারণা করা হয়, রাজবিবি মসজিদ ১৫ শতকে তৈরি করা হয়েছিল। এখানে কুরআনের একটি আয়াত খোদায় করে লেখা হয়েছিল যা এখনও অক্ষত রয়েছে। তবে রাজবিবি নামে কে ছিল তা এখনও নিশ্চিত নয়।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK