রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪৫
ব্রেকিং নিউজ

করোনায় ক্ষতিগ্রস্ত লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্ত লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনা মহামারী এর সময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের আয় কমে গেছে। সামনে ঈদুল ফিতর, ইদের সময়টা যেন একটু ভালো ভাবে উৎযাপন করতে পারে সেই লক্ষ্য বিশেষ উদ্যোগ নিয়েছে ভাবনা। সংগঠনটির ফেসবুকের মাধ্যমে অনেকের কাছ থেকে সাহায্যের আবেদন করে এবং ভাবনা এসোসিয়েশনের ফান্ড থেকে ত্রাণ তহবিল থেকে অর্থ দিয়ে তাদের সহযোগিতা করার পরিকল্পনা হাতে নেয়া হয়।
ঢাকাসহ কক্সবাজার এবং রামুতে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়। যেখানে মোট ১০০ জনকে এই ত্রাণ দেয়া হয়। ঢাকাতে ৫০ জন, কক্সবাজারে ৩০ জন এবং রামুতে ২০ জনকে।
সেই ঈদ উপহারে যা যা থাকছে:
১)এক প্যাকেট দুধ
২)দুই প্যাকেট সেমাই
৩)হাফ লিটার তেল
৪)একটি শাড়ী
৫)হাফ কেজি চিনি
৬)এক কেজি পোলাও চাল
৭)একটি করে ডেটল সাবান
৮)আলু
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ