শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০৮

অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিতে পারবে: ইউজিসি

অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিতে পারবে: ইউজিসি

উত্তরণবার্তা প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা এখন থেকে অনলাইনে নেওয়া যাবে বলে সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‍উপচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মূনাজ আহমেদ নূর বলেন, আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে যারা চাইবে তারা অনলাইনে শুধু একাডেমিক পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলে অনুমোদন নিতে হবে।
 
তবে কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে না চায় সেক্ষেত্রে তাদের চাপিয়ে দেওয়া যাবে না। কোনো ইউনিভার্সিটি যদি মনে করে তারা অনলাইনে না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইনে পরীক্ষা নেবে সেটিও তারা করতে পারবে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK