সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৪
ব্রেকিং নিউজ

ভাঙচুর-অগ্নিসংযোগ: ৫ মামলা দায়ের গ্রেপ্তার ৫

ভাঙচুর-অগ্নিসংযোগ: ৫ মামলা দায়ের  গ্রেপ্তার ৫

উত্তরণ বার্তা  প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমেন্টের জের ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন, কোরবানপুর এলাকার নুরুল ইসলামের ছেলে শানু মিয়া (৩৮), প্রয়াত আজিজ মিয়ার ছেলে এনু মিয়া (৪৮), প্রয়াত হাবিবুর রহমানের ছেলে হেলাল ভূইয়া (৫০), প্রয়াত আবদুল খালেকের ছেলে মো. এরশাদ (৪০) এবং বাবু মিয়া।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, নাশকতার অভিযোগে তিনটি মামলা হয়েছে। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, এর মধ্যে একটি মামলায় ৯১ জন, দুই মামলায় যথাক্রমে ৮৪ ও ৮৭ জনকে নামীয় এবং সাড়ে পাঁচশত জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK