শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৮:৪২
পেছনে
দেশি মাছের বাজার

      অক্টোবর ২৪, ২০২০   ১২:৪৭:৪৪   আরও-সারাবাংলা ৪৩ 

উত্তরণ বার্তা প্রতিবেদক : সূর্য ওঠার আগেই শুরু হয় জনসমাগম। মাত্র ৩ ঘণ্টা সময়। এরধ্যেই কোটি টাকার বেচা-কেনা হয় মানিকগঞ্জে সদর উপজেলার তরা মৎস্য আড়তে। সেখানে পাওয়া যায় ছোট-বড় দেশি মাছ। দামও কম।

মানিকগঞ্জ ছাড়াও টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার সাভার, নবাবগঞ্জসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী সেখানে যান মাছ কিনতে।

উত্তরণ বার্তা/এআর

দেশি মাছের বাজার অক্টোবর ২৪, ২০২০ ১২:৪৭:৪৪ আরও-সারাবাংলা ৪৩ উত্তরণ বার্তা প্রতিবেদক : সূর্য ওঠার আগেই শুরু হয় জনসমাগম। মাত্র ৩ ঘণ্টা সময়। এরধ্যেই কোটি টাকার বেচা-কেনা হয় মানিকগঞ্জে সদর উপজেলার তরা মৎস্য আড়তে। সেখানে পাওয়া যায় ছোট-বড় দেশি মাছ। দামও কম। মানিকগঞ্জ ছাড়াও টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার সাভার, নবাবগঞ্জসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী সেখানে যান মাছ কিনতে। উত্তরণ বার্তা/এআর

     FACEBOOK