বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৭:০৩
ব্রেকিং নিউজ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কমিশনার হলেন আবুল কালাম আজাদ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কমিশনার হলেন আবুল কালাম আজাদ

উত্তরণ বার্তা প্রতিবেদক : ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত হিসেবে ড. আবুল কালাম আজাদকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল কমিশন অব বায়োডাইভারসিটি ২০৩০ এর কমিশনার নিয়োগ করা হয়েছে। ১ মে শনিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের আহ্বানে ও কলম্বিয়া সরকারের অংশীদারিত্বে গঠিত গ্লোবাল কমিশন অব বায়োডাইভারসিটি ২০৩০ বিশ্বজুড়ে নগর সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নগর উন্নয়নের মডেল তৈরি করতে সহায়তা করবে। তাই এর নামকরণ করা হয়েছে, ‘বায়োডাইভারসিটি বাই ২০৩০’।

এ কমিশনটির সঙ্গে যুক্ত আছেন সরকারি ও বেসরকারি খাতের বিশ্বখ্যাত বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধি। যাদের মাঝে একজন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ড. আবুল কালাম আজাদ। ২০৩০ সালের মধ্যে ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের ব্যবসার সুযোগ ও ১১৭ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করার মত অবকাঠামো এবং পরিবেশ গঠনে কাজ করবে। এছাড়াও বিশ্বব্যাপী নগরগুলোকে নতুনভাবে কল্পনা ও পরিকল্পনা করার লক্ষ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম কলম্বিয়া সরকারের সঙ্গে একযোগে নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে। নগরের উন্নয়নকে টেকসই, অন্তর্ভূক্তিমূলক ও প্রকৃতি-ইতিবাচক করার উদ্দেশ্যে করা সাম্প্রতিক গবেষণাকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করা এবং তার জন্য অংশিদারিত্ব, কাঠামো, দূরদৃষ্টি তৈরি কারার ক্ষেত্রেও কমিশনটি পরামর্শ প্রদান করবে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK