শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:২৩
ব্রেকিং নিউজ

আরমানীটোলোয় ভবনে আগুন: দুই আসামি গ্রেপ্তার

আরমানীটোলোয় ভবনে আগুন: দুই আসামি গ্রেপ্তার

উত্তরণবার্তা প্রতিবেদক : পুরান ঢাকার আরমানীটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার ঢাকা ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন র‍্যাবের এক কর্মকর্তা। গ্রেপ্তার দু'জন হলেন- মামলার ২ নম্বর আসামি মোস্তাফিজুর রহমান ও ৩ নম্বর আসামি মোহাম্মদ মোস্তফা। বিকেলে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।
 
গত শুক্রবার ভোররাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারজন নিহত ও ২২ জন আহত হয়। এ ছাড়া জানালার গ্রিল কেটে কাপড় বেয়ে, মই বেয়ে কয়েকশ বাসিন্দা ভবন থেকে নিচে নেমে আসেন। আগুনের ঘটনায় শুক্রবার রাতে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়। অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার অভিযোগে ভবন মালিক ও গোডাউন মালিকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ