শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৮:১০

আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান

আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান

উত্তরণবার্তা আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। আগামী ২৪শে এপ্রিল ওই সম্মেলনটি আয়োজিত হতে যাচ্ছে। শনিবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান। এটিই হতে যাচ্ছে গত ১লা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর তার প্রথম বিদেশ সফর। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
 
অং সান সুচির সরকারকে উৎখাতের পর থেকেই অস্থিতিশীল সময় পার করছে মিয়ানমার। গণতন্ত্রের দাবিতে আন্দোলন হয়েছে সমগ্র মিয়ানমারে। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭২৮ আন্দোলনকারী। প্রতিবেশী হিসেবে থাইল্যান্ড একাধিকবার শান্তি আলোচনার চেষ্টা করেছে। তবে দেশটির সামরিক বাহিনী এসব চেষ্টা একেবারেই পাত্তা দেয়নি।
 
আসিয়ানের ১০ সদস্যের মধ্যে অন্যতম হচ্ছে মিয়ানমার। এবারের সম্মেলনে অন্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবে। মিয়ানমারে জান্তা বিরোধী রাজনীতিবিদরা ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট বা এনইউজি নামে নতুন সরকার প্রতিষ্ঠা করেছে। এখন তারা এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন। এনইউজি দাবি করছে, তারাই মিয়ানমারের বৈধ রাজনৈতিক কর্তৃপক্ষ। 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK