বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫১
ব্রেকিং নিউজ

বনানী কবরস্থানে নেয়া হয়েছে কবরীকে

বনানী কবরস্থানে নেয়া হয়েছে কবরীকে

উত্তরণ বার্তা বিনোদন ডেস্ক : বনানী কবরস্থানে নেয়া হয়েছে বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। ১৭ এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বনানী কবরস্থানে নেয়া হয় তার মরদেহ। সেখানে নামাজের জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হবে। পরে এই কবরস্থানেই তাকে সমাহিত করা হবে।
এর আগে সকালে কবরীর ছেলে শাকের চিশতী জানিয়েছিলেন, দুপুর ১২টার দিকে বাসায় নেয়া হবে সারাহ বেগম কবরীকে। সেখানে ৩০ মিনিট রাখা হবে তাকে। পরে বাদ জোহর তার মরদেহ নেয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই হবে তার নামাজে জানাজা। এরপর গার্ড অব অনার প্রদান শেষে সমাহিত করা হবে দেশের চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্রকে।
গত ৫ এপ্রিল পরীক্ষায় কবরীর করোনা শনাক্ত হয়। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK