শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:২২
ব্রেকিং নিউজ

করোনা : ভারতে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান বন্ধ

করোনা : ভারতে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান বন্ধ

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাগামহীনহারে বাড়তে থাকায় গতকাল থেকে তাজমহলসহ হাজার হাজার দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। খবর ইন্ডিয়া টুডেরভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশেই এএসআই’র অধীনে থাকা সকল মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। দেশটিতে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি স্মৃতিসৌধ এবং ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরসহ একাধিক দর্শনীয় স্থানের। স্বভাবতই এই জায়গাগুলোতে মানুষের ব্যাপক ভিড় হয়।
করোনার দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা এএসআইয়ের অধীনে থাকা সব স্মৃতিসৌধ এবং মিউজিয়াম জরুরিভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ