বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২১:৩৪
ব্রেকিং নিউজ

বিএসএমএমইউতে ভর্তি করোনা আক্রান্ত ফজলে হোসেন বাদশা

বিএসএমএমইউতে ভর্তি করোনা আক্রান্ত ফজলে হোসেন বাদশা

উত্তরণ বার্তা প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ এপ্রিল সকালে বাদশার করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণের পর তার জ্বর আসে। বুধবার নমুনা পরীক্ষায় নিশ্চিত হয় যে, তিনি করোনায় আক্রান্ত। রাতেই তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলে বিভিন্ন পরীক্ষা করানো হয়। সেখানে গঠিত ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়। বাদশার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অক্সিজেন লেভেল এখনও স্বাভাবিক। তার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও চিকিৎসার জন্য পার্টির সভাপতি রাশেদ খান মেননকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ