বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৫৭
ব্রেকিং নিউজ

বাংলা নববের্ষে গুগলের বিশেষ ডুডল

বাংলা নববের্ষে গুগলের বিশেষ ডুডল

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজ পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৮। ‘এসো হে বৈশাখ এসো এসো...মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ করোনা ভাইরাস মহামারির মধ্যেই বাঙালির জীবনে আরও একবার এলো পহেলা বৈশাখ।

বিশেষ দিনগুলোতে বরাবরই অনবদ্য সব ডুডল প্রকাশ করে আসছে গুগল। পহেলা বৈশাখ উপলক্ষেও বিশেষ ডুডল প্রকাশ করেছে তারা। বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটির হোমপেজে গেলেই চোখে পড়ছে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার জন্য বানানো হচ্ছে বাঘের মুখোশের প্রতিকৃতি। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙ তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বাঘের চোখ। ডুডলের ওপর ক্লিক করলে নববর্ষ সম্পর্কিত গুগলের পেজ সামনে আসছে। বিশেষ দিন বা বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানাতে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে গুগল মানানসই নকশার লোগো তৈরি করে, এটাই মূলত ডুডল। গত বছরেও গুগল পয়লা বৈশাখের ডুডল তৈরি করেছিল। ওই ডুডলে প্রতীকী রঙিন হাতি তুলে ধরেছিল গুগল।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ