শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৩৭
ব্রেকিং নিউজ

নাটোরে উত্তরা গণভবনসহ অন্যান্য পর্যটনকেন্দ্র বন্ধ

নাটোরে উত্তরা গণভবনসহ অন্যান্য পর্যটনকেন্দ্র বন্ধ

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানীর রাজবাড়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নাটোর জেলা প্রশাসনের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, বিদ্যমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১১ এপ্রিল অথবা পরবর্তী সময়ে নির্দেশনা না দেয়া পর্যন্ত উত্তরা গণভবন ও রাজবাড়ী দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ থাকবে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, জনস্বার্থে সরকার এসব স্থাপনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতির কারণে আগে থেকে সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি। তবে নির্দেশনা পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরা গণভবন ও রাজবাড়ি বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্থাপনা দুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর আগে লালপুরের গ্রিন ভ্যালি পার্কও বন্ধ ঘোষণা করা হয়।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK