বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:২৮
ব্রেকিং নিউজ

ওয়াজের নামে হেলিকপ্টার সওয়ারীদের আয়ের উৎস বের করুন

ওয়াজের নামে হেলিকপ্টার সওয়ারীদের আয়ের উৎস বের করুন

উত্তরণ বার্তা প্রতিবেদক : একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিগত বছরব্যাপী ওয়াজের নামে হেলিকপ্টার সওয়ারীদের আয়ের উৎস খুঁজে বের করার দাবি উঠেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

সংবাদ সম্মেলনে সংগঠনটি ১০ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের কর্মসূচি পালনকালীন হেফাজতে ইসলামের ব্যানারে মানুষ হত্যার উসকানিসহ মধ্যযুগীয় তাণ্ডব সৃষ্টিকারীর হুকুমদাতাদের গ্রেফতার এবং প্রকৃত মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিগত বছরব্যাপী ওয়াজের নামে হেলিকপ্টার সওয়ারীদের আয়ের উৎস খুঁজে বের করতে হবে। গোটা কয়েক উগ্রবাদীর কারণে কওমি মাদ্রাসাগুলোর নিরীহ ছাত্র কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফির হত্যা মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ