বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:৩৯
ব্রেকিং নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উত্তরণবার্তা প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহীর আদালত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বুধবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. সাইফুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।
 
অপর দুই নেতা হলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন- এমন অভিযোগে গত ১৬ মার্চ নগর আওয়ামী লীগের আইন সম্পাদক মুসাব্বিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে রাজপাড়া থানাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বুধবার রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম তথ্য উপাত্তসহ প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।
উত্তরনবার্তা/সাব্বির 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK