শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫৫
ব্রেকিং নিউজ

ইউপির ভোট স্থগিত করতে পারে ইসি

ইউপির ভোট স্থগিত করতে পারে ইসি

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট স্থগিত করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার ইসির অন্যান্যদের নিয়ে জরুরি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে আগামীকাল বৃহস্পতিবার কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এতে প্রথম ধাপের ইউপির পাশাপাশি আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন এবং ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ অন্যান্য ভোট স্থগিত হতে পারে। তবে বিদ্যমান পরিস্থিতিতেই আজ বুধবার অনুষ্ঠেয় চারটি পৌরসভার ভোট হবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, ৩১ মার্চের সব ভোট হবে। এর পরের যেসব নির্বাচনের হওয়ার কথা রয়েছে সেগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার কমিশনের সভা রয়েছে। ঐ সভায় সব দিক পর্যালোচনার পর কমিশন যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী ইসি সচিবালয় পদক্ষেপ নেবে। ইসি সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকারের তরফে ১৮ দফা নির্দেশনা জারি করে। এরপরেই গত সোমবার বিকালে সিইসির নেতৃত্বে কমিশনের এক অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় সরকারের ১৮ দফা নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, আজ ৩১ মার্চের ভোট স্থগিত নিয়েও আলোচনা হয়। তবে ব্যালট পেপার ছাপাসহ অন্যসব কার্যক্রম ইতিমধ্যে শেষ হওয়ায় এবং নির্বাচনের সংখ্যা কম হওয়ায় আজকের ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।

ইসির বেশ কয়েক জন কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে সব ধরনের নির্বাচনি প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। আগামী ১১ এপ্রিলে ইউপি ও পৌরসভা নির্বাচনও বন্ধ হতে পারে। এক্ষেত্রে স্থানীয় সরকারের কাছ থেকে লিখিত মতামত নেওয়া হবে। তবে কাল বিকাল ৩টায় কমিশনের ৭৮তম সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সভায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয় আলোচ্য সূচিতে রয়েছে। চার পৌরসভায় ভোট: আজ বুধবার চারটি পৌরসভা ভোটগ্রহণ করা হবে। সেগুলো হচ্ছে—যশোর সদর, মাদারীপুরের কালকিনি, ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। এই চার পৌরসভার দুটি সাধারণ ও বাকি দুটির দুটি ওয়ার্ডে উপনির্বাচন হবে।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK