বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:২১
ব্রেকিং নিউজ

ইরফানের মামলার প্রভাবমুক্ত তদন্ত হবে : ডিএমপি কমিশনার

ইরফানের মামলার প্রভাবমুক্ত তদন্ত হবে : ডিএমপি কমিশনার

উত্তরণবার্তা  প্রতিবেদক : নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদকে মারধর ও হত্যাচেষ্টার মামলা পুলিশ প্রভাবমুক্ত হয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করে বিচারের জন্য আদালতে পাঠানো হবে। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশুদের দ্রুততম সেবা প্রদানের জন্য ‘কুইক রেসপন্স টিম ও হটলাইন নম্বর’ এর উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এ মামলায় প্রভাব খাটানোর চেষ্টাও কেউ করবে না। এটা একেবারেই সুষ্ঠুভাবে যেভাবে তদন্ত করা দরকার, সেভাবে তদন্ত কর হবে। যেভাবে একজন অপরাধীকে আইনের আওতায় আনা দরকার, সে ভাবেই করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘এ ঘটনটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। রমনার ডিসি ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার তদন্তের কাজে যতটুকু সহযোগিতা করা যায় তা করছে। আসামিকে গ্রেপ্তার হয়েছে। মামলার দুই নম্বর আসামি দিপুকে ডিবি টিম টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে। এখন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবো এবং এ মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করে বিচারের জন্য আদালতে পাঠানো হবে।’

উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ