শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৩৯
ব্রেকিং নিউজ

বঙ্গভবনে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

উত্তরণ বার্তা  প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১০ মার্চ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। একইসঙ্গে তাঁর স্ত্রী রাশিদা খানমও করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১০ মার্চ বুধবার বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন। গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ