শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:১৯
ব্রেকিং নিউজ

সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

উত্তরণ বার্তা প্রতিবেদক : কিশোরগঞ্জে দেড় বছরের শিশু সন্তানকে গলাকেটে হত্যার দায়ে মা সালমা বেগমকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৮ মার্চ সোমবার বিকেলে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতিতে রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শাহজাহান এ তথ্য জানান। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালমা বেগম কিশোরগঞ্জের সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলার টামনি আকন্দপাড়া গ্রামের আবুল কালামের সঙ্গে বিয়ে হয় সালমার। ঘটনার ৮-১০ দিন আগে দুই সন্তান তাইয়্যেবা (৪) ও মাহাথি মোহাম্মদকে (১৫ মাস) নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান সালমা। ২০১৬ সালের ৫ মার্চ সকালে বাবার বাড়িতে সালমা বেগম দা দিয়ে মাহাথি মোহাম্মদকে (১৫ মাস) গলাকেটে হত্যা করে। পুলিশ সেদিন সালমাকে আটক করে। ওই দিন আবুল কালাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় সালমাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।পরের দিন সালমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, কান্নাকাটিতে অতিষ্ঠ হয়ে তিনি নিজের ছেলেকে গলাকেটে হত্যা করেন। এ সময় তার মাথা ঠিক ছিল না বলে দাবি করেন তিনি।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ