শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:০৪
ব্রেকিং নিউজ

আপন জুয়েলার্সের মালিকের মামলা সিএমএম আদালতে বদলির আদেশ

আপন জুয়েলার্সের মালিকের মামলা সিএমএম আদালতে বদলির আদেশ

উত্তরণ বার্তা  প্রতিবেদক : শুল্ক ও কর ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বদলির আদেশ দেয়া হয়েছে। ৭ মার্চ রোববার  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিক মামলার ‘চার্জশিটটি দেখিলাম’ বলে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর পাঠানোর আদেশ দেন তিনি। গত ২৩ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এসবের মধ‌্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ