শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩০
ব্রেকিং নিউজ

স্বস্তির বৃষ্টি কৃষকের মুখে হাসি

স্বস্তির বৃষ্টি  কৃষকের মুখে হাসি

উত্তরণ বার্তা প্রতিবেদক : তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে নেত্রকোনার মদনে হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নামল স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ হাওর জীবনে ফাল্গুনের বৃষ্টিতে স্বস্তি মিলেছে কৃষকদের। শনিবার সন্ধ্যার পর থেকে রোববার ভোর পর্যন্ত বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা হাওরাঞ্চলের ফসলি জমি। দীর্ঘদিন তাপপ্রবাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে উঠেন কৃষকরা। তীব্র রোদের জ্বালা জুড়াতে হাওরাঞ্চলে অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। এ বৃষ্টির ফলে পাট, ইরি, বোরো ধান, শাকসবজি, আম, কাঁঠাল ও অন্যান্য ফলের ব্যাপক উপকার হবে বলে কৃষকদের মনে উল্লাস।

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম (ছদ্দু মিয়া) বলেন, হাওরাঞ্চলের ইরি, বোরো কৃষকরা বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছিলেন। সময়মতো স্বস্তির বৃষ্টি হওয়ায় ইরি, বোরো ধান, শাকসবজি ও ফল চাষীদের ব্যাপক উপকার হবে। এবার ধান ও ফল চাষীদের বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাছান জানান, এ সময়ের বৃষ্টির জন্য কৃষকরা অপেক্ষায় ছিলেন। শনিবার রাতের বৃষ্টিতে পাট, ইরি-বোরো ধান, শাকসবজিসহ বিভিন্ন ফলের খুব উপকার হবে। সময়মতো বৃষ্টি হওয়ায় এবার বাম্পার ফলনের আশায় আছেন কৃষকরা।
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK