মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:২২

মুন্সীগঞ্জে ৩৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

মুন্সীগঞ্জে ৩৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

উত্তরণ বার্তা প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। ৫ মার্চ শুক্রবার বিকালে শিমুলিয়াঘাট এলাকায় এসএ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়। জব্দকৃত মাছের দাম প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১৪টি বাক্সে ৩৫ মণ বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। তবে মাছের সঙ্গে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি। অভিযানে কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস‌্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ কোস্টগার্ড ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK