মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:১০

নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা প্রত্যাহার

নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা প্রত্যাহার

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার নিউজিল্যান্ডের উপকুলে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির নর্থ আইল্যান্ডে তৃতীয় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর সেখানকার লোকজনদের সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এদিকে তিনটি ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এর আগে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি সংস্থার পক্ষ থেকে নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয় । এদিকে সুনামির সতর্কতা জারির পর উঁচু স্থানে আশ্রয় নেওয়ার সময় নিউজিল্যান্ডের কিছু শহরে বিশৃঙ্খলা হয়েছে। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুক্রবার বিকেলেই সমুদ্রে সবচেয়ে বড় ঢেউ তৈরি হয়।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালেডোনিয়া এবং ভানাতুতেও বিপদজনক ঢেউ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ পেরু, ইকুয়েডর এবং চিলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র পক্ষ থেকে বলা হয়, সুনামির দেখা মিলেছে তবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK