শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০৫
ব্রেকিং নিউজ

টুঙ্গিপাড়ায় দুর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ

টুঙ্গিপাড়ায় দুর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ

উত্তরণবার্তা প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  সোমবার দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ।প্রশিক্ষণ কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল্যায়ন ও পরিবিক্ষণ বিভাগের পরিচালক যুগ্ন-সচিব মোঃ শাহ আলম, গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ