শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
ঢাকা সময়: ১১:১৫
ব্রেকিং নিউজ

২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী

২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : দেশের ২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ৮০টি এবং ৩৫টি কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।

নাটোর-৪ আসনের সরকারদলীয় এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রশ্নের জবাবে আজ রোববার (৯ জুন) সংসদে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতায় পর্যাপ্ত অর্থসংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সমস্যার উত্তরণে কমিটি গঠন করেছে।

চট্টগ্রাম-১১ আসনের সরকারদলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান ৪ হাজার ৬১৩টি।   
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK