বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৭

রাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

উত্তরণ বার্তা প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ১ মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির এক সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ জুন তারিখে সি ইউনিট, ১৫ জুন এ ইউনিট ও ১৬ জুন বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯ টা ৩০ থেকে ১০ টা ৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK