শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০১
ব্রেকিং নিউজ

নিউ জিল্যান্ডে জেতার বিশ্বাস তামিমের

নিউ জিল্যান্ডে জেতার বিশ্বাস তামিমের

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে কখনও হারানোর অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। সব ফরম্যাট মিলিয়ে ২৬ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে। এবার পারবে কি বাংলাদেশ? অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে যাওয়া তামিম ইকবালের দৃঢ় বিশ্বাস, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেললে অসম্ভব নয় কিছুই। মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর তামিমের কাঁধে আসে বাংলাদেশের দায়িত্ব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। তিন ম্যাচে বাংলাদেশ জিতে যায় অনায়াসে। দল ভালো করায় তামিমের অধিনায়কত্ব হয়েছিল প্রশংসিত।

দেশের বাইরে এটাই অধিনায়ক তামিমের প্রথম পরীক্ষা, প্রত্যাশা আকাশচুম্বী। বিশ্বকাপ ওয়ানডে সুপার লিগে তিন ম্যাচে অর্জন ৩০ পয়েন্ট। হারলেই ১০ পয়েন্ট হাতছাড়া, জিতলে ১০ পয়েন্ট। তাই প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বড় ভূমিকা রাখবে। নিজের দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক তামিম। সোমবার গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসাবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে আমাদের যে অনুশীলন সেশন আছে, সেখানে আমরা দল হিসেবে তৈরি হতে পারবো। সত্যি কথা আমি দলের সবার সঙ্গে কথা বলে যা অনুভব করেছি, সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য।’

সবাই একসঙ্গে পারফর্ম করলে জয় সম্ভব বললেন তামিম, ‘আমরা আশাবাদী যে কোনও দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। আমি সবসময়ই বলি বাংলাদেশ দলের এই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সবাই যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, সবাই একসঙ্গে ভালো পারফর্ম করি- তাহলে জিততে পারবো।’

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ১০ মার্চের পর বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প হবে কুইন্সটাউনে। ২০ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। নিউ জিল্যান্ড সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়। ওয়ানডে শেষ হওয়ার একদিন পরই দুই দল টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি হ্যামিল্টনে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচগুলো হবে নেপিয়ার ও অকল্যান্ডে। প্রথম টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি শুরু দুপুর ১২টায়।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK