বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৪০

পর্তুগালের ৮ শতাংশ নাগরিককে টিকা দেয়া হয়েছে

পর্তুগালের ৮ শতাংশ নাগরিককে টিকা দেয়া হয়েছে

উত্তরণ বার্তা ডেস্ক : শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম রাষ্ট্র আইবেরিয়ান পেনিনসুলায় অবস্থিত একটি দেশ পর্তুগাল। ৩৫ হাজার ৭০৯ বর্গমাইল আয়তনের দেশটির জনসংখ্যা মাত্র ১ কোটি ২ লাখের মতো। করোনা মহামারিতে নাকাল হয়ে বিশ্বের সব দেশের মতো পর্তুগাল ২৭ ডিসেম্বর থেকে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু করে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ৮৭৮ জনকে কমপক্ষে একটি ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে, যা তাদের মোট জনসংখ্যার ৮ দশমিক ১৩ শতাংশ। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় আছে অর্থাৎ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করেছিল এবং সে অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তারা সরবরাহ করছে।  এ পর্যন্ত পর্তুগাল ১০ লক্ষ ৩৪ হাজার ৯৭০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে। দেশের মোট জনসংখ্যার প্রতি ১০০ জনে পূর্ণডোজ (২য় ডোজ) ভ্যাকসিন গ্রহণের হার হিসেবে পর্তুগাল বিশ্বের মাঝে ১৮ তম অবস্থানে রয়েছে, অর্থাৎ পর্তুগাল এ পর্যন্ত তাদের মোট জনগোষ্ঠীর প্রায় তিন শতাংশের ওপরে পূর্নডোজ (২য় ডোজ) দিতে সমর্থ হয়েছে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন এর ক্ষেত্রে পর্তুগালের অবস্থান ৯ নম্বরে।

পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে জনগণ নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে নির্ধারিত সময় ঠিক করছেন কে কখন কোন সময় টিকা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য যে, পর্তুগালের সকল জনগণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত অবস্থায় আছেন অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রতিটি নাগরিকের তথ্য রয়েছে যার ফলে তারা তাদেরকে যোগাযোগ করতে পারছেন।  যদি কেউ নিবন্ধিত হয়ে না থাকেন, তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। মহামারী করোনার উচ্চ সংক্রমণের কারণে পর্তুগালের এখনও জরুরি অবস্থা বিরাজ করছে এবং ১৬ মার্চ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী অন্তনিও কস্তা জরুরি অবস্থা ও লকডাউন বর্ধিত করেছেন। আশা করা যাচ্ছে, দেশটির সরকার ৭ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হবে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ