বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:০০
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যায় সহপাঠীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যায় সহপাঠীর মৃত্যুদণ্ড

উত্তরণ বার্তা প্রতিবেদক : মানিকগঞ্জে স্কুলছাত্র রাকিব হোসেন হত্যা মামলায় তার সহপাঠী শাকিল আহম্মেদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রোববার দুপুর দুইটার দিকে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। দণ্ডিত শাকিল আহম্মেদ মিঠুর বাড়ি মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকায়। যারা খালাস পেয়েছেন তারা হলেন সবুজ মিয়া, মোহাম্মদ রকি, মোহাম্মদ আহাদ ও জনি মিয়া। মামলায় বলা হয়, ২০১৮ সালের ২৭ মার্চে রাকিবকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন শাকিল আহম্মেদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান পাঁচজনকে আসামি করে মামলা করেন। মানিকগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইন্সপেক্টর আবুল কালাম গেল বছরের ২৯ মার্চ আদালতে চার্জশিট জমা দেন। মামলায় ২৫ জনের সাক্ষ্য শেষে এই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK