বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৬:৫৫
ব্রেকিং নিউজ

হেড কোচের অভাব দেখছেন না জাহানারা

হেড কোচের অভাব দেখছেন না জাহানারা

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : এক বছর ধরে হেড কোচ নেই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর ভারতীয় হেড কোচ আঞ্জু জৈনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তারপর সালমা-জাহানারাদের জন্য কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। গত ডিসেম্বরে ইংলিশ মার্ক রবিনসনের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছিল, কিন্তু স্বদেশে চাকরি পাওয়ায় বিসিবির প্রস্তাবে সাড়া দেননি তিনি।

বাংলাদেশের অভিজ্ঞ নারী ক্রিকেটার জাহানারা আলম অবশ্য হেড কোচের অভাবও নাকি অনুভব করছেন না। সাবেক এ অধিনায়ক গতকাল বলেছেন, এটা বোর্ডের বিষয়। তবে পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চলছে। ডানহাতি এ পেসার গতকাল বলেছেন, ‘আমার কাছে মনে হয় না হেড কোচের কোনো অভাব আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পুরোটাই বোর্ডের ব্যাপার। তবে আমাদের সহকারী কোচ আছে, তার সঙ্গে আমাদের স্কিল ভিত্তিতে কোচ দেওয়া হয়েছে। যেমন— সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি একজন পেস বোলার ছিলেন। উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং কোচ আছেন শাহনু স্যার, স্পিন কোচ ওয়াহিদুল হক গনি স্যার। সুতরাং বলা যায় আমাদের মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’

দেশীয় কোচদের দিয়ে ক্যাম্প পরিচালনা করলেও নারী দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি।
করোনার ধাক্কা কাটিয়ে গত জানুয়ারিতে ক্রিকেটে ফিরেছিল নারী ক্রিকেট দল। সিলেটে সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের তত্ত্বাবধানে মাসব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল দলটির। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে মিরপুরে আবারও ক্যাম্প শুরু হয়। আজ ক্যাম্প শেষ হওয়ার কথা রয়েছে। ২ মার্চ সিলেটে চলে যাবেন নারী ক্রিকেটাররা। সেখানে কয়েক দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ গেমসে খেলবেন রুমানা আহমেদরা। তিনটি দলে ভাগ হয়ে গেমসের ক্রিকেট ইভেন্টে চারটি ম্যাচ খেলবেন তারা। এরপর এপ্রিলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে নারী দল। আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া নারী দল।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK