শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৪৮
ব্রেকিং নিউজ

ট্রেনে হিলি বন্দরে পাথর আমদানি ২২ হাজার মেট্রিকটন

ট্রেনে হিলি বন্দরে পাথর আমদানি ২২ হাজার মেট্রিকটন

উত্তরণ বার্তা প্রতিবেদক : ভারত থেকে রেলযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাথর আমদানি হয়েছে ২২ হাজার ৮১১ মেট্রিকটন। যা থেকে সরকার ভাড়া পেয়েছে ৮৮ লাখ ২৬ হাজার ২২০ টাকা।গত ৯ মাসে ৩৮৭ টি ওয়াগনে এই পাথরগুলো হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। ২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে বিষয়টি জানিয়েছে হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, গত মে মাস থেকে জানুয়ারি পর্যন্ত রেলযোগে এই স্টেশনে পাথর আমদানি শুরু হয়। ৯ মাসে ৩৮৭টি ওয়াগনে ২২হাজার ৮১১ মেট্রিকটন পাথর এসেছে ভারত থেকে। তা থেকে সরকার ভাড়া পেয়েছে ৮৮ লাখ ২৬ হাজার ২২০ টাকা। ঢাকার জেএসএম ট্রেডার্স ও রাজশাহীর পুটিয়ার বিসমিল্লাহ ফ্লোয়ার মিলস কোম্পানি পাথরগুলো আমদানি করেন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK