শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১২:০৩

ভালুকের আক্রমণে আহত দুই মুরং এখন চট্টগ্রাম মেডিক্যালে

ভালুকের আক্রমণে আহত দুই মুরং এখন চট্টগ্রাম মেডিক্যালে

উত্তরণ বার্তা প্রতিবেদক : বান্দরবানের চিম্বুকপাড়া এলাকায় পাহাড়ি জঙ্গলে ভালুকের আক্রমণে গুরুতর আহত মঙ্গোলীও মুরং (৬) ও ইয়াং ওয়াই মুরং (৪৮) কে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রামে এনেছে সেনাবাহিনী। তারা এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার বান্দরবানের দুর্গম চিম্বুকপাড়া গ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় বিমান বাহিনীর হেলিকপ্টারে আহত মুরংদের চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। পরবর্তীতে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

আহত মঙ্গোলীও মুরংয়ের বাবা রিং রাং রাও মুরং জানান, শিশুটি চিম্বুক পাড়া জঙ্গলের পাশে খেলা করছিল। এসময় হঠাৎ হিংস্র ভালুকটি শিশুটিকে আক্রমণ করে। শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসে শিশুটির দাদা ইয়ং ওয়াই মুরং। ভালুকটি দু’জনকেই মারাত্মকভাবে আহত করে। আহত দু’জনকে নিকটস্থ সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর সেনাবাহিনী তাদের উন্নত চিকিৎসার দায়িত্ব নেয়।

রিং রাং রাও মুরং জানান, তারা যেই গ্রামে বসবাস করেন, সেখান থেকে সড়কে যেতে হলে টানা ৫ ঘন্টা পায়ে হেঁটে যেতে হয়। নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঝিরি-ঝরণা, খাল ও গিরিপথ পাড়ি দিয়ে যেতে হয় তাদের। জীবিকার তাগিদে ওই পাহাড়ি জনপদে বসবাস করছেন তারা। সেনাবাহিনীর মানবিক কর্মকাণ্ডে তারা নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ এপ্রিল (২০২০) সোনাপতি চাকমা এবং ২৯ ডিসেম্বর (২০২০) জতনী তঞ্চংগ্যা নামে দু’জন মৃত্যুপথযাত্রী প্রসূতি নারীকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। পরে তারা ফুটফুটে বাচ্চা নিয়ে বাড়ি ফেরেন।  
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK