শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫৩
ব্রেকিং নিউজ

১৪ দিনের মধ্যে চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

১৪ দিনের মধ্যে চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

উত্তরণ বার্তা প্রতিবেদক : চট্টগ্রামের যেসব অবৈধ ইটভাটা এখনও বন্ধ হয়নি, তা আগামী ১৪ কার্যদিবসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও পরিবেশ অধিদপ্তরের পরিচালকের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৪ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবায়েত। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ কামরুল হোসেন।

এর আগে হাইকোর্ট গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে যেসব ইটভাটা কাঠ ও পাহাড়ের মাটি ব্যবহার করছে তাদের তালিকা দাখিল করার নির্দেশ দেয়া হয়। এই নির্দেশে সংশ্লিস্টরা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ৩১ জানুয়ারি এ বিষয়ে শুনানি নিয়ে এক আদেশে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সকল অবৈধ ইটভাটা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় আদেশ দিলেন আদালত।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ