বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২৫

দেশে দিন-রাতের তাপমাত্রা বাড়বে

দেশে দিন-রাতের তাপমাত্রা বাড়বে

উত্তরণ বার্তা প্রতিবেদক : আজ থেকে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, আজ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এবং আগামী তিন দিনে সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো বরিশালের পটুয়াখালীতে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরের রাজারহাটে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK