শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১১:৩৬

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

উত্তরণ বার্তা প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর থেকে ফেরি পারাপার শুরু হয়েছে। এর আগে সাড়ে ৫টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৫টা থেকে উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত দুইটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে। ঘন কুয়াশা থাকায় ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮ টার পরে কুয়াশার মাত্রা কমে এলে দুইঘাট থেকে ফেরি চলাচল শুরু করে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে প্রায় ৭০০ যানবাহন।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK