শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:২০
ব্রেকিং নিউজ

পুড়িয়ে ধ্বংস করা হলো ১২ মামলার ৩৪ লাখ টাকার অবৈধ জাল

পুড়িয়ে ধ্বংস করা হলো ১২ মামলার ৩৪ লাখ টাকার অবৈধ জাল

উত্তরণ বার্তা  প্রতিবেদক : মুন্সীগঞ্জে বিভিন্ন সময়ে জব্দকৃত ১২টি মামলার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরকাদিমের নৌ-পুলিশ লাইন্স মাঠে এসব আলামত পোড়ানো হয়েছে। নৌ পুলিশের সদস্যরা এসব অবৈধ জাল জব্দ করে মামলার আলামত হিসাবে রেখেছিল। মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২টি মামলার মধ্যে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ৯টি মামলায় ৩ হাজার ৫০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ২১ হাজার ৪৮ পিস ববিন, সুতার রেল ১৭ হাজার ৭৩২ পিস, চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়িঁর ৩টি মামলায় মোট ১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসব জাল, ববিন ও রেলের মূল্য প্রায় ৩৩ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা। মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিবের উপস্থিতিতে এসব মালামাল পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনিস, জেলা মৎস্য কর্মকর্তা ডা. আব্দুল আলিম, সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ