শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫১

টিকা নিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা

টিকা নিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনার প্রতিষেধক টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। বুধবার সকাল ৯টার দিকে তিনি এই টিকা গ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিসহ এই তথ্য জানানো হয়।
 
দেশে ১ হাজার ৫ কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই সব কেন্দ্রে টিকা দেওয়া হয়। প্রথম দফায় ৭০ লাখ টিকা নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে ভারতের উপহার ২০ লাখ টিকা। শুরুতে প্রায় তিন কোটি মানুষ পাবেন করোনার টিকা। এদিকে গত সোমবার রাত সোয়া ১২টার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার আরও ২০ লাখ ডোজ। এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।
উত্তরণবার্তা/সাব্বির 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ