শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:৩০

সবকিছুর আগে দেশ আইপিএল নিয়ে মুস্তাফিজ

সবকিছুর আগে দেশ  আইপিএল নিয়ে মুস্তাফিজ

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : শ্রীলংকা মাটিতে দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএল খেলাকে বেশি গুরুত্ব দিয়েছেন সাকিব আল হাসান। এরপর আইপিএলে খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে গিয়েছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রশ্ন করেছিলেন, 'আমি কি করবো?'
 
অভিমান ভরা কণ্ঠে বিসিবি বস বলেছিলেন, 'সিদ্ধান্ত তোমার। যেতে চাইলে চিঠি দাও।' আপাতত মুস্তাফিজুর রহমান তাই এক কোটি রুপিতে দল পেলেও বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ আইপিএলে খেলার ছাড়পত্র চাচ্ছেন না। তার কাছে সবকিছুর আগে দেশ। তিনি তাই সময় নিচ্ছেন।নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, 'সবকিছুর আগে দেশ। শ্রীলংকার বিপক্ষে যদি আমাকে দলে ডাকা হয় আমি টেস্ট খেলবো। যদি দলে জায়গা না পাই, তাহলে আইপিএলে খেলার জন্য বিসিবির অনুমতিপত্র চাইবো।'
 
তিন মৌসুম আইপিএলে খেলা মুস্তাফিজ হয়তো বিসিবি সভাপতির অভিমান মাখানো শুষ্ক কথায় ভয় পেয়েছেন। সেজন্য আইপিএল খেলার ইচ্ছাকে দমক করছেন। তবে ফিজ জানিয়ে দিয়েছেন, 'আইপিএল বাদ দিয়ে টেস্ট খেলার জন্য তার ওপর কোন পক্ষ থেকে চাপ নেই।' আইপিএলের আগামী আসরের জন্য এক কোটি রুপিতে রাজস্থান রয়্যালস দলে টেনেছে মুস্তাফিজকে। তাদের দলে আরও আছেন জোফরা আর্চার, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস মরিচদের মতো বিদেশি ক্রিকেটাররা। ফিজ তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি কিংবা দলে জায়গা পাওয়ার লড়াই করার চেয়ে দেশের হয়ে খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK