শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:১৮
ব্রেকিং নিউজ

শান্তিরক্ষীদের দুই লাখ ডোজ টিকা উপহার ভারতকে ধন্যবাদ দিল জাতিসংঘ

শান্তিরক্ষীদের দুই লাখ ডোজ টিকা উপহার  ভারতকে ধন্যবাদ দিল জাতিসংঘ

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কার্যক্রমের প্রশংসা করে গত শনিবার জাতিসংঘের তরফ থেকে দেশটিকে ধন্যবাদ জানানো হয়েছে। জানা গেছে, জাতিসংঘের শান্তিরক্ষীদের করোনাভাইরাসের টিকার দুই লাখ ডোজ উপহারের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস।  

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি মহাসচিব অ্যান্তোনিও গুতেরাসকে উদ্ধৃত করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকা পৌঁছে দিয়ে  বিশ্ব নেতায় পরিণত হয়েছে ভারত। জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য করোনা টিকার দুই লাখ ডোজ উপহারের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ দেন গুতেরাস।

 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত সপ্তাহের হিসাব অনুসারে ভারত সারাবিশ্বে ২২৯.৭ লাখ ডোজ করোনা টিকা পাঠিয়েছে। এর আগে চলতি বছরের ১৬ জানুয়ারি জাতিসংঘকে প্রথম দিনে দুই লাখ সাত হাজার দু'শ ২৯ ডোজ টিকা দেয় ভারত। সমগ্র টিকা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য কোউইন নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে ভারত সরকার।
সূত্র: দ্য জেনেভা ডেইলি
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK