মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:১১

ঝিনাইদহে টিকা নিতে আগ্রহী মানুষের ভিড়

ঝিনাইদহে টিকা নিতে আগ্রহী মানুষের ভিড়

উত্তরণ বার্তা  প্রতিবেদক : ঝিনাইদহে করোনার টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। ভীতি কাটিয়ে জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মানুষ টিকা নিতে আসছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, রোববার পর্যন্ত জেলায় ২১ হাজার ২৯৭ জনকে টিকা নিয়েছেন। আর টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে ২৯ হাজার ৫৬৩ জন। দিন দিন টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে।

সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে। আগ্রহীরা ভোটার আইডি কার্ড ও মোবাইল ফোন নিয়ে রেজিস্ট্রেশন বুথে যাচ্ছেন। সেখানে স্বেচ্ছাসেবকরা তাদের টিকা রেজিট্রেশন করে কার্ড সরবরাহ করছেন। সেখান থেকে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে টিকা নিচ্ছেন। টিকা নেয়ার পর ৩০ মিনিট সেখানে অবস্থান করতে হচ্ছে তাদের। শহরের আরাপপুর থেকে আসা সুপ্রভা রাণী বলেন, তিনি পরিবারের অন্যদের নিয়ে টিকা নিতে এসেছেন। সবাই টিকা নিয়েছেন। কোনো সমস্যা হয়নি।ঝিনাইদহে কর্মরত মাগুরা সদর উপজেলার এক বাসিন্দা বলেন, হাসপাতালে এসে সহজে টিকা নিয়েছেন। কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি।
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK