বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৫:০৮
ব্রেকিং নিউজ

বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট ফের চালু

বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট ফের চালু

উত্তরণ বার্তা ডেস্ক : প্রায় এক বছর বন্ধ থাকার পর নেপালের কাঠমান্ডুতে নিয়মিত ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মহামারির কারণে গত বছরের মার্চের পর বন্ধ হয়ে যায় ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানের পক্ষ থেকে বলা হয়, কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটটি দুপুর ২টা ৪০ মিনিটে নেপালের উদ্দেশ্যে ১০৪ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কাঠমান্ডুর স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় সেখানে ফ্লাইটটির অবতরণ করার কথা। এখন থেকে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK