শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:২০

পরিত্যক্ত কূপে ফের শুরু হচ্ছে গ্যাস উত্তোলন

পরিত্যক্ত কূপে ফের শুরু হচ্ছে গ্যাস উত্তোলন

উত্তরণবার্তা প্রতিবেদক : সিলেটের কৈলাশটিলার পরিত্যক্ত গ্যাসক্ষেত্রের দুই নম্বর কূপ থেকে ফের গ্যাস উত্তোলন শুরু হচ্ছে। এরইমধ্যে শেষ হয়েছে প্রক্রিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কূপ থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ করা সম্ভব হবে।

টানা প্রায় ৩২ বছর গ্যাস উত্তোলনের পর কৈলাশটিলার দুই নম্বর কূপটি ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পুরনো ও পরিত্যক্ত কূপ সংস্কার এবং তা থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগের অংশ হিসেবে গত তিন মাস আগে কৈলাশটিলার দুই নম্বর কূপটির সংস্কার শুরু করে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। ইতিমধ্যে শেষ হয়েছে কাজ।

এখন অপেক্ষার পালা, যেকোনো দিন এই কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলন শুরু হবে।  

কৈলাশটিলা গ্যাস ফিল্ড-২ প্রকল্প কর্মকর্তা ড. মোহাম্মদ ফরহাদুজ্জামান বলেন, “চার কূপের অন্তর্ভূক্ত কৈলাশটিলার ২ নম্বর কূপটিতে ৩ মাস আগে কাজ শুরু করি, এরইমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। গ্যাসের উপস্থিতি আমরা পেয়েছি, আগামী ২-৩ দিনের মধ্যে গ্যাসের ফ্লো দিতে পারবো।”

এই কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। কূপটিতে ৫৩ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা তাদের।

ড. মোহাম্মদ ফরহাদুজ্জামান বলেন, “৫৩ বিলিয়ন কিউবিক ঘনফুট গ্যাস এখানে মজুদ রয়েছে। সেটার বাজার মূল্য ৩ হাজার ৬শ’ কোটি টাকা। তবে এলএনজি’র মূল্য হবে ৯ হাজার ৯শ’ কোটি টাকা।”

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৈলাশটিলার দুই নম্বর গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলন কাজের উদ্বোধন করেছেন।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK