উত্তরণবার্তা প্রতিবেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট বানচাল করে সাংবিধানিক অধিকার ও গণতন্ত্র আটকে দেয়ার ক্ষমতা কারও নেই। সময় মত নির্বাচন হবেই। ২০ নভেম্বর সোমবার স্পেনে রাষ্ট্রদুতের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্পেনের রাষ্ট্রদূত আইএমও নির্বাচন নিয়ে কথা বলতে এসেছিলেন। বাংলাদেশের সমর্থন চেয়েছেন স্পেনের রাষ্ট্রদূত।
তিনি বলেন, বাংলাদেশ এবং স্পেন মেরিটাইম সেক্টরে একসাথে কাজ করতে চায়। মাতার বাড়ি নিয়ে স্পেন কাজ করতে চায়। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান খুব ভালো বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, অবরোধ-হরতালের ঘোষণা আছে কিন্তু বাস্তবে কোনো অবস্থা নেই।
উত্তরণবার্তা/এআর