রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:২৯
ব্রেকিং নিউজ

পটুয়াখালীর উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত

পটুয়াখালীর উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত

উত্তরণবার্তা ডেস্ক :  গভীর নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। সাগর উত্তাল রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নেওয়ার শঙ্কায় পটুয়াখালীতে জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার  রাত ৯টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ভোর রাত থেকে বিরতিহীনভাবে পুরো জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে হালকা-মাঝারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের ফলে মানুষের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পরে। আবহাওয়ার ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর নিম্মচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এর ফলে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরারত নৌকা ও ট্রলার সমূহকে গভীর সাগরে বিচরণ না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোসা. মাহবুবা সূখী জানান, গভীর নিম্মচাপের কারণে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ