বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
ঢাকা সময়: ১৭:৪৯
ব্রেকিং নিউজ

রাজনৈতিক অস্থিরতা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো : ইসি সচিব

রাজনৈতিক অস্থিরতা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো : ইসি সচিব

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ৮ নভেম্বর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এর আগে ভোটে অনিয়মের ছবি প্রকাশ হওয়ায় লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের উপনির্বাচনের বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণতি হলে কমিশন নির্বাচন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে বলে জানান নির্বাচন কমিশন সচিব। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচনের বিজয়ী প্রার্থী গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। আইনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলে, কমিশন গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট আসলে ব্যবস্থা নেয়া হবে।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ