মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:৫৮
ব্রেকিং নিউজ

মুন্সীগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

উত্তরণবার্তা প্রতিবেদক : 'এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন'-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলায় আজ উদ্বোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। জেলায় এ বছর ৮০ হাজার ৮০৯ মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে।
 
রোববার সকালে মুন্সীগঞ্জ শহরের আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মুন্সীগঞ্জ ২ নং ওয়ার্ডের কাউন্সির মু. সোহেল রানা রানু, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম, কাউন্সিলর নার্গিস আক্তার, পৌরসভার স্যানিটারি  ইন্সপেক্টর লীনা সাহা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আরিফুর রহমান প্রমুখ। টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে জেলার সব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে। 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ