শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
ঢাকা সময়: ১১:৫৭
ব্রেকিং নিউজ

জাতিসংঘের ৭৮তম অধিবেশন শুরু আজ

জাতিসংঘের ৭৮তম অধিবেশন শুরু আজ

উত্তরণবার্তা ডেস্ক : আজ শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন এবারের অধিবেশনে। গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস পুনর্গঠন, বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়নের মতো ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অর্জন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস পুনর্গঠন, বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি, টেকসই উন্নয়ন অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর স্থায়ী প্রতিনিধি ডেনিস ফ্যান্সিস।২২ সেপ্টেম্বর দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন তিনি।

এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, যুদ্ধ বন্ধ করে চলমান খাদ্য ও জ্বালানি সংকট নিরসন, আর্থিক অনিশ্চয়তা মোকাবিলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা নিয়ে আলোচনা হবে এবারের অধিবেশনে। সেই সাথে, এজেন্ডায় আছে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নে অভীষ্ট লক্ষ্য অর্জন ইস্যু।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “ইউক্রেনের যুদ্ধ আজ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার একটি প্রধান কারণ। ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নতুন প্রযুক্তির কারণে সৃষ্ট ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধা সৃষ্টি করছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অতি দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন”।

এছাড়াও অধিবেশনে রোহিঙ্গা সমস্যা এবং এর স্থায়ী ও টেকসই সমাধান এর বিষয়টিও আলোচিত হবে। এতে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সহায়ক হবে বলে মত বিশ্লেষকদের।

জাতিসংঘের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সক্রিয় অংশগ্রহণ বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান যেমন সুদৃঢ় করবে, তেমনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম এ মুহিত।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ