সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
ঢাকা সময়: ২২:১৩

ঘুরে দাঁড়াচ্ছে বলিউড

ঘুরে দাঁড়াচ্ছে বলিউড

উত্তরণবার্তা ডেস্ক : কয়েক বছর ধরেই নড়বড়ে অবস্থায় ছিলো বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ‘বলিউড’। একের পর এক রিমেক, বাজে গল্প, স্বজনপ্রীতি কিংবা নিম্নমানের নির্মাণ। সব মিলিয়ে নিজেদের চিরচেনা ছন্দ থেকে ছিটকে গেছে বলিউড। তবে ২০২৩ সালে এসে পাঠান, গাদার টু এবং জাওয়ানের মতো ব্লকবাস্টার হিট সিনেমাগুলোর মাধ্যমে ফের ঘুরে দাঁড়াচ্ছে বলিউড।

পাঠান

বলিউডপ্রেমীদের জন্য বেশ সুবাতাস বইছে এখন। এ বছরের শুরুতেই শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ দিয়ে বলিউড তার চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিয়েছে। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে পাঠান। আর চতুর্থ দিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি টাকার ক্লাব । হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যাক-টু-ব্যাক সফল চলচ্চিত্রের মাধ্যমে আগের ছন্দে ফিরে এসেছে, যার শুরু হয়েছিলো পাঠানের মাধ্যমে।

রকি অউর রানি কি প্রেম কাহানি

এরপরেই পর্দায় আসে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ সাত বছর পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালনায় ফিরলেন করণ জোহর। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। পারিবারিক ড্রামা ও কমেডি নির্ভর সিনেমাটি ভারতীয় বক্স অফিসে একটি বড় সাফল্য হিসেবে প্রতিষ্ঠা পায়। ভারতে ১৪২ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ৩০০ কোটি আয় করেছে এটি।

গাদার টু

তারপর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পায় সানি দেওলের ‘গাদার টু’ এবং অক্ষয় কুমারের ‘ওএমজি টু’, যা বক্স অফিসের মোড় ঘুরিয়ে দিয়েছে। ‘গাদার ২’ ইতিমধ্যে ৪০০ কোটির কাছাকাছি আয় করেছে এবং ‘ওএমজি ২’র আয় ১০০ কোটি ছাড়িয়েছে।

জাওয়ান

সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘জাওয়ান’ দিয়ে বক্স অফিসে রীতিমতো সুনামি সৃষ্টি করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এখন নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন বলিউড বাদশা। মাত্র চার দিনেই সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ‘জাওয়ান’-এর ঝুলিতে এখন বিশ্বব্যাপী মোট উপার্জনের অঙ্ক ৯০০ কোটি রূপি। ‘জাওয়ান’ সাফল্যে এক বিরল রেকর্ডের পথে শাহরুখ খান।

২০২৩ সালটি বলিউড সিনেমাপ্রেমীদের জন্য আশীর্বাদ স্বরূপ। সব মিলিয়ে সিনেমা সংশ্লিষ্টরা আশাবাদী হয়তো আবারও চিরচেনা রূপে দেখা যাবে বলিউড ইন্ডাস্ট্রি।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK